Bhangar: ভাঙরের পোলেরহাটে পঞ্চায়েত অফিস ভাঙচুর, তৃণমূল উপপ্রধানের গাড়ি ভাঙচুর
আজ দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙচুর করা হয় তৃণমূল (TMC) উপপ্রধান হাকিবুল ইসলামের গাড়ি। পঞ্চায়েত অফিসেও ভাঙচুর করার অভিযোগ উঠেছে জমিরক্ষা কমিটির বিরুদ্ধে। রাস্তা অবরোধ করেন জমিরক্ষা কমিটির সদস্যরা। রাস্তার উপর ফেলে দেওয়া হয় বিদ্যুতের খুঁটি। জমিরক্ষা কমিটির বিরুদ্ধে অভিযোগ, তারা উপপ্রধান হাকিবুল ইসলাম ও প্রধানের উপর হামলা করেন। তাঁদের মারধর করারও অভিযোগ উঠেছে। অন্যদিকে, জমিরক্ষা কমিটির অভিযোগ, সাধারণ মানুষ ১০০ দিনের কাজের বিষয়ে জানতে যান। সেখানে তাঁদের উপর চড়াও হয় তৃণমূল। সেখান থেকেই বচসা ও হাতাহাতি শুরু হয়। জমিরক্ষা কমিটির নেতা মুসারফ হোসেন বলেন, "পঞ্চায়েত অফিসে যা হয়েছে তা আমরা জানি না। সেটা সাধারণ মানুষ ও পঞ্চায়েতের মধ্যে হয়েছে। কিন্তু আমাদের কমিটির কয়েকজনকে অন্যায়ভাবে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা প্রতিবাদ করছি।"
বেলঘড়িয়ার পর টিটাগড়। ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বোমা ফেটে আহত এক মহিলা সহ দু'জন। তৃণমূলের অভিযোগ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে এলাকা দখল করতে চাইছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি। পাল্টা দাবি গেরুয়া শিবিরের। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।