Cyclone Yaas: প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ফের তরজায় জড়ালেন মমতা-অভিষেক-শুভেন্দু
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পরেই মুকুল-পত্নীকে দেখতে অ্যাপোলোয় গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার সাড়ে আটটা নাগাদ তিনি হাসপাতালে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর দিলীপ ঘোষের মুকুল-পত্নীকে দেখতে যাওয়ায় জল্পনা আরও বাড়ল। সূত্র মারফত জানা যাচ্ছে, মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দেখা হয়নি। অন্যদিকে ইয়াসে বিধ্বস্ত দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা। আজ দুর্গত এলাকা পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। এদিকে আমফান-ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভাঙা থেকে শুরু করে উপড়ে যাওয়া গাছ, ফের সেচ ও বন দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কয়েক মাসের জন্য সেচমন্ত্রী ছিলাম। কোনও ফাইলে সই নেই, অভিযোগ উড়িয়ে দাবি প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।