এক্সপ্লোর
Ananda Sokal (Seg-1): ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে যাচ্ছেন রাজ্যপাল
ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে যাচ্ছেন রাজ্যপাল। কোচবিহার থেকে সকালে ফিরেই আজ বাসন্তীতে যাচ্ছেন তিনি। নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় নেমেছেন সিভি আনন্দ বোস। কিছুক্ষণ পরেই রাজ্যপাল রওনা দেবেন বাসন্তীর উদ্দেশে। গতরাতেই বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। কী সাহায্য দরকার ? জানতে চেয়েছেন রাজ্যপাল






























