এক্সপ্লোর
Al-Qaeda Terrorist Arrested : রাজ্যে ফের গ্রেফতার আল কায়দা জঙ্গি, আরও খবর : Ananda Sakal
রাজ্যে ফের গ্রেফতার আল কায়দা জঙ্গি । দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে পাকড়াও করল এসটিএফ। ধৃত আল কায়দা জঙ্গির নাম মনিরুদ্দিন খান। ফয়জল খান নামে এক জঙ্গিকে জেরা করে মনিরুদ্দিনের খোঁজ: সূত্র। মনিরুদ্দিনকে নিয়ে ৬ আল কায়দা গ্রেফতার করল এসটিএফ। সেপ্টেম্বরেও রাজ্যে ৪ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। ডায়মন্ডহারবার থেকে গ্রেফতার হয় আল কায়দা জঙ্গি সমীর হোসেন খান। মুম্বই থেকেও সাদ্দাম হোসেন শেখ নামে এক জঙ্গি গ্রেফতার হয়। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেফতার করা হয় মালদার হাসনাত শেখকে। অগাস্টেও শাসন থেকে গ্রেফতার হয় ২ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি






























