ভ্যাকসিন নিয়ে কী বলছে স্বাস্থ্যমন্ত্রক? কবে আসবে ভ্যাকসিন? দেখুন Ananda Sakal III এ
বারুইপুরের আটঘড়ায় TMC-র বুথ সভাপতির রহস্যমৃত্যু। পরিবার সূত্রে খবর, দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই তৃণমূল নেতা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। রাতে বারবার যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। পরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে কেউ খুন করে পুকুরে ফেলে দিয়ে গেছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যে করোনা টিকার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ইতিমধ্যে দেশব্যাপী আক্রান্তের সংখ্যা এক কোটি ছুঁইছুঁই। মৃতের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ থাকছেই। তাই এখন সবার প্রশ্ন, আর কতদিন? ইতিমধ্যে ব্রিটেনে শুরু হয়েছে গণ-টিকাকরণ। খুব শীঘ্র সেই পথে হাঁটবে রাশিয়া।এই পরিবেশে ভারতে কবে থেকে টিকা, তার কোনও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। কিন্তু ভ্যাকসিন আসলেই কীভাবে তা প্রয়োগ? সে নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও ইতিমধ্যে দুটি সংস্থা জরুরিভিত্তিতে দেশে গণটিকাকরণ করতে সরকারি অনুমোদনের মুখাপেক্ষী। সেই তালিকায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও Serum Institute-র কোভিশিল্ড আর ভারত বায়োটেক ও ICMR-র কোভ্যাক্সিন। তাই এই মুহূর্তে একটাই প্রশ্ন, 'বড়দিনের আগেই কি ভ্যাকসিন?'
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)