Ananda Sokal: পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তার জামাই। ABP Ananda Live
ABP Ananda Live: আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাইলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। তবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। উল্লেখ করা হয়েছে ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে।
ছাব্বিশের ভোটের আগে বাংলায় জগন্নাথ মন্দিরের পাল্টা রাম মন্দির
পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তাঁরই জামাই! কীভাবে চাকরি চুরি? কোথায় দুর্নীতির টাকা? প্রাথমিকে নিয়োগে ইডির মামলায় বয়ান দিতে আদালতে আবেদন। ছাব্বিশের ভোটের আগে বাংলায় জগন্নাথ মন্দিরের পাল্টা রাম মন্দির। রামনবমীর দিনই নন্দীগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা শুভেন্দুর। এমন রামনবমী করুন, যাতে জবাব পায় হিন্দুবিরোধী শক্তি। ১ কোটি হিন্দুকে পথে নামার হুঙ্কার শুভেন্দুর। কিছু না পেয়ে ধর্মকে ধরার চেষ্টা, পাল্টা কুণাল। কোর কমিটির পরে ভূতুড়ে ভোটার নিয়ে এবার আসরে অভিষেক। কাল ভার্চুয়াল বৈঠক। যোগ দিতে বলা হল সর্বস্তরের জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক পদাধিকারীদের। ছাব্বিশের ভোটে ভবানীপুরেই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দুর, পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের।






























