(Source: Poll of Polls)
Morning News: ‘এতগুলো লোক এল, মারল, চলে গেল! পুলিশ-প্রশাসন কি অকর্মণ্য?’ : দিলীপ ঘোষ
এসএসকেএমে (SSKM) ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে MRI- র পর পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। ‘উনি যখন এসেছিলেন, তখন সবাই ওনাকে দেখার জন্য এসেছিলেন, ঠেলে ফেলে দেওয়ার ঘটনা দেখিনি’, বক্তব্য এক প্রত্যক্ষদর্শীর। এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কোথাও কেন কোনও ছবি এল না? এতগুলো লোক এল, মারল, চলে গেল – এ তো চিন্তার বিষয়। তাহলে কি পুলিশ প্রশাসন অকর্মণ্য হয়ে গেছে? আমি যতটা শুনেছি দুর্ঘটনা। যদিও দম নেই সিবিআই তদন্ত করার।“ তিনি আরও যোগ করেন, “আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে নির্বাচন জেতার জন্য। সাবধান থাকা উচিত। যে কেউ পায়ে ব্যান্ডেজ বেঁধে ছবি তুলতে পারে।“