TMC News:২৭ জুলাই থেকে টানা ভাষা আন্দোলন।প্রতি শনি-রবি মিটিং-মিছিল, BJP-কে জব্দ, স্তব্ধ করার হুঙ্কার
ABP Ananda LIVE : ২৭ জুলাই থেকে টানা ভাষা আন্দোলন। প্রতি শনি-রবি মিটিং-মিছিল। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাঙালি-আবেগে শান তৃণমূলনেত্রীর। বিজেপিকে জব্দ, স্তব্ধ করার হুঙ্কার।
মালদার গাজোল থেকে ব্যবসার টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে, দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী। তাঁর থেকে ৩ লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে
অভিযোগ। জখম ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল। পরিবারের দাবি, গতকাল গাজোল থেকে ব্যবসার টাকা সংগ্রহ করে গাড়ি চালিয়ে বুনিয়াদপুরের বাড়িতে ফিরছিলেন সবজি ব্যবসায়ী। অভিযোগ, দৌলতপুরে ২টি বাইকে ৪ জন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়ে। ব্যবসায়ীর গলায়, পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।































