Tiya Tippani: রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে তরজায় তিন পাখি। টিয়া-কাকাতুয়া-গোমড়া | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে তরজায় তিন পাখি। টিয়া-কাকাতুয়া-গোমড়া । হীরক রাজার দরবারে, অ্যানিমেশনে আনন্দ
৪ কেন্দ্রে হেরে ফের ভোট লুঠের অভিযোগ বিরোধী দলনেতার। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। ২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি, রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার। তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক শুভেন্দুর।
আড়িয়াদহে অত্যাচারীর অট্টালিকার জমির মালিক কে? কার জমিতে দুধসাদা অট্টালিকা জয়ন্ত সিংহর? অন্ধকারে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত জমি, কামারহাটি পুরসভা সূত্রে খবর। এখনও পর্যন্ত দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ পায়নি কামারহাটি পুরসভা। অবৈধ বাড়ি ঘোষণার পর নোটিস পাঠানোর প্রস্তুতি কামারহাটি পুরসভার। পুরসভার ভূমিকায় প্রশ্ন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়কের।