Hirak Rajar Darbare : কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য ? কী বলছেন সভাসদরা? দেখে নিন হীরক রাজার দরবারে
ABP Ananda LIVE : রাজ্য রাজনীতির সাতকাহন। কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য ? কী বলছেন সভাসদরা? দেখুন হীরক রাজার দরবারে।
অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে একাধিক পরিবার। সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০০ জন। অভিযোগ, তাঁদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফের সহযোগিতায় কোনও রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন।
এদিকে এখনও থমথমে মুর্শিদাবাদের ধুলিয়ানের রতনপুর এলাকা। ফাঁকা রাস্তা, বেশিরভাগ দোকানপাট বন্ধ। রাস্তায় এখনও পড়ে আছে পুলিশের ভাঙা গাড়ি। আজ সকালে পুলিশের আশ্বাস মেলার পরে একটি ওষুধের দোকান খুলেছে। সেই দোকানেও গত পরশু ভাঙচুর চালানো হয়েছিল। দোকান খুললেও আতঙ্কে রয়েছেন মালিক। এলাকায় একাধিক ওষুধের দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে ধুলিয়ান বাজারের একটি মিষ্টির দোকানে ব্যাপক ভাঙচুর লুঠ চালানো হয়। আজ সেই দোকানই পরিষ্কার করার ছবি দেখা যায়। আজ সকাল থেকেই রাস্তায় রাস্তাট টহল দিচ্ছে বিএসএফ। রুটমার্চ করেছে পুলিশও। অন্যদিকে ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বাড়িতে এখনও ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। তালা বন্ধ অবস্থায় রয়েছে বাড়িটি।






























