WB SIR : তৃণমূলের সেকেন্ড ইনিংস শুরু শোভনের, অভিষেক-সাক্ষাতে কোন রণকৌশল ? Chok Bhanga 6ta
Chok Bhanga 6ta ; তৃণমূলের সেকেন্ড ইনিংস শুরু শোভনের, অভিষেক-সাক্ষাতে কোন রণকৌশল ?হবে জানা ছিল, প্রশ্ন ছিল কবে? আজ সেই সম্ভাবনা সত্যি করে তৃণমূলে প্রত্য়াবর্তন হল শোভন-বৈশাখীর। তৃণমূলের সঙ্গে আত্মীক যোগের কথা যখন বলছেন শোভন চট্টোপাধ্য়ায় তখন পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। কাল একদিকে যখন বিএলও রা বাড়ি বাড়ি পৌছবেন তখন অন্যদিকে এসআইআরের প্রতিবাদে রাস্তায় নামতে চলেছেন খোদ মুখ্য়মন্ত্রী। এদিকে বিএলওদের হুমকির মধ্যেই এবার বিজেপির বিএলএ আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে এল। সব নিয়ে সপ্তাহের শুরুতেই তপ্ত বঙ্গ রাজনীতি।
আরও খবর...
'তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ', ঘর ওয়াপসি করে বললেন শোভন চট্টোপাধ্যায়
শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনের পরেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠকে শোভন-বৈশাখী। আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস : শোভন চট্টোপাধ্য়ায়। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ: শোভন চট্টোপাধ্য়ায়। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই: শোভন চট্টোপাধ্য়ায়। আগামী দিনে যে দায়িত্ব দেবেন, আমি পালন করব: শোভন চট্টোপাধ্য়ায়। আমার চেষ্টার কোনও ত্রুটি রাখব না: শোভন চট্টোপাধ্য়ায়। আমার ঘরকে আরও বেশি করে সময় দিয়ে শক্তিশালী করব: শোভন চট্টোপাধ্য়ায়।
All Shows






























