Ekhon Kolkata: চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের নজরে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2022 07:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের নজরে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। সুবোধ অধিকারীর একাধিক বাড়ি ও ফ্ল্যাটে সিবিআই হানা। একাধিক বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট সুবোধ অধিকারীর। হালিশহরে সুবোধের বাড়ি ছাড়াও কলকাতায় ৩টি ফ্ল্যাটে হানা। টালা পার্ক, পাইকপাড়া ও লেক টাউন ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের। বিধায়ক সুবোধ অধিকারীর সহায়ক অভিজিৎ শিকদারের বাড়িতেও হানা।