Ghanta Khanek Sange Suman (০৮.০১.২০২৫) পর্ব ২: কীভাবে চলছে অবাধে স্মাগলিং? ত্রিপুরা সীমান্ত থেকে এক্সক্লুসিভ রিপোর্ট | ABP Ananda LIVE
ABP Ananda Live: মালদায় তৃণমূলের শীর্ষ নেতা খুনে গ্রেফতার আরেক শীর্ষ নেতা। জেলা সহ-সভাপতিকে খুন করিয়েছেন দলেরই শহর সভাপতি! ২১ ঘণ্টা জেরার পর গ্রেফতার । "৫০ লক্ষের সুপারি দেওয়া হয়েছিল বিহারের ভাড়াটে খুনিদের," জানাল পুলিশ। মাথা এখনও অধরা, মনে করছেন স্ত্রী। "খুনের পিছনে প্রভাবশালী, নাম বলব দিদিকে," বিস্ফোরক কৃষ্ণেন্দুনারায়ণ। গতকালই BSF-এর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা বাংলাদেশি চোরাচালানকারীদের। কীভাবে চলছে অবাধে স্মাগলিং? ত্রিপুরা সীমান্ত থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। পিছমোড়া করে মার! মুখে বুটের আঘাত! মিলত না জলটুকুও! জেলে অকথ্য অত্যাচার! এবিপি আনন্দে মুখ খুললেন বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীরা
বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা
এদিকে, কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।