ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩১.০১.২৫) পর্ব ২: ফের প্রকাশ্যে দুষ্কতী-তাণ্ডব। দলের একাংশকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য় মদনের
Ghanta Khanek Sange Suman: মহাকুম্ভে মহাবিপর্যয়ের পর সামনে এল চমকে দেওয়া তথ্য । এক নয়, তিন-তিন জায়গায় ঘটেছিল পদপিষ্ট হওয়ার ঘটনা । গোপন করেছে যোগী-প্রশাসন? প্রশ্ন তুলে দিল প্রত্যক্ষদর্শীদের দাবি । মৃত্যু প্রয়াগরাজে, পোস্টমর্টেম কলকাতায় ক্ষতিপূরণ এড়ানোর কৌশল? প্রশ্ন তুলছেন মৃতের আত্মীয়রা । বাংলায় মহাকুম্ভ-বিপর্যয়ের বলি বেড়ে ৫, এখনও নিখোঁজ বহু । ফের প্রকাশ্যে দুষ্কতী-তাণ্ডব, নৈহাটিতে তৃণমূল কর্মীকে তাড়া করে নৃশংসভাবে খুন । মালদায় তৃণমূলকর্মী খুনের দু'সপ্তাহ পর আতঙ্কের ছবি ফিরল নৈহাটিতে।
মালদার কালিয়াচকের পর এবার উত্তর ২৪ পরগনার নৈহাটি। ফের এক তৃণমূল কর্মীকে থেঁতলে গুলি করে খুনের অভিযোগ উঠল! স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী সন্তোষ যাদব ও অভিযুক্ত রাজেশের মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদ দীর্ঘদিনের। বৃহস্পতিবার রাজেশের উপর হামলা চালিয়েছিলেন তৃণমূল কর্মী। অভিযোগ, আজ রাস্তায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে ধাওয়া করে খুন করে রাজেশ ও তার দলবল। তৃণমূলের দাবি, অভিযুক্ত রাজেশ বিজেপি কর্মী। অর্জুন সিংহর নির্দেশেই খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। যদিও অভিযোগ উড়িয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দাবি করেছেন, খুনের নেপথ্যে রাজনৈতিক নয় ব্যক্তিগত শত্রুতা রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, থেঁতলে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। গুলি চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
All Shows































