ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.১১.২৫):SIR-আবহে বাংলাদেশ সীমান্তে উপচে পড়ছে ভিড় | অনুপ্রবেশকারীদের একাংশের 'স্বরূপ' চেনাল স্বরূপনগর
Ghanta Khanek Sange Suman: কোথাও আত্মহত্যা, কোথাও 'ব্রেন-স্ট্রোক,' BLO-দের ওপর SIR-এর চাপ নিয়ে তোলপাড় রাজনীতি। 'পরিকল্পনাহীন হঠকারী সিদ্ধান্তের শিকার হচ্ছে মানুষ'। অবিলম্বে SIR স্থগিত করতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। 'ভুয়ো ভোটার বাদ যাচ্ছে বলেই আতঙ্কে মুখ্যমন্ত্রী,' খোঁচা বিজেপির। লক্ষ্মীর ভাণ্ডার, রেশন ছেড়ে বাংলাদেশে ফেরার হিড়িক। SIR-আবহে বাংলাদেশ সীমান্তে উপচে পড়ছে ভিড়। 'ভোট দিয়েছি একাধিকবার, কার্ড করিয়ে দিয়েছিল সরকার'। অনুপ্রবেশকারীদের একাংশের 'স্বরূপ' চেনাল স্বরূপনগর।
বড়িশার সুব্রত মিস্ত্রির এনুমারেশন ফর্ম বাংলাদেশ থেকে আসা সুব্রত মিস্ত্রির হাতে!
নাম, বাবার নাম, এপিক নম্বর - সব এক। আলাদা শুধু ঠিকানা আর ছবি। আর এ নিয়েই এখন বেজায় সমস্য়ায় পড়েছেন, বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রী। তাঁর এনুমারেশন ফর্ম আবার চলে গেছে সোনারপুর উত্তরের সুব্রত মিস্ত্রী নামে আরেক ভোটারের কাছে। যিনি আবার একসময় বাংলাদেশ থেকে এসে এখানে সংসার পেতেছেন বলে স্বীকারও করেছেন। এদিকে হাতে এনুমারেশন ফর্ম না পেয়ে বিপাকে পড়েছে বেহালার বাসিন্দা ও স্কুলের গ্রুপ-সি কর্মী সুব্রত মিস্ত্রী। এবিপি আনন্দের খবরের জেরে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে হরিদেবপুর থানা। পুলিশকে ইমেলে সব জানিয়েছেন অভিযোগকারী।





























