ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.১১.২০২৪) পর্ব ২:সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে বাইপাসের ধারে জমি দখলের লড়াই? অভিযুক্ত সঞ্জয়ের মুখ বন্ধে অতিসক্রিয় পুলিশ?
Ghanta Khanek Sange Suman: 'বিহার থেকে কী করে কলকাতায় ঢুকছে নাইন এমএম পিস্তল?' 'একই সরকার ক্ষমতায়, তাই গয়ংগচ্ছ পুলিশ', ববির পর এবার মুখ্যমন্ত্রীর পুলিশ দফতর নিয়ে কড়া সমালোচনা সৌগত রায়ের। 'এত ক্রিমিনাল শহরে ঢুকছে কী করে? পুলিশের নেটওয়ার্ক কোথায়?' প্রশ্ন ফিরহাদ হাকিমের। 'এখনই পুলিশমন্ত্রী করা হোক অভিষেককে,' সুশান্তকাণ্ডের পর ফের জোরালো সওয়াল হুমায়ুনের। ভরছে জলা, উঠছে বহুতল, উড়ছে টাকা সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে বাইপাসের ধারে জমি দখলের লড়াই?
দুহাজার স্কোয়ারফুটের গোডাউন, নাকি একশো কুড়ি বিঘা জমি? কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার নেপথ্য়ে আসলে কী? ধৃতের দাবি, তাঁর বারোশো স্কোয়ার ফুটের গোডাউন দখল করার বদলা নিতেই সুশান্তকে খুনের ছক কষা হয়। যদিও সুশান্ত-শিবিরের দাবি, বাইপাস লাগোয়া একশো কুড়ি বিঘা জলাজমি দখলের চেষ্টা রুখে দেওয়ার জেরেই টার্গেট হন কাউন্সিলর। তবে অনেকেই মনে করছেন, বাইপাস লাগোয়া জলাজমি বুজিয়ে, কোটি কোটি টাকার যে খেলা চলে, দুষ্কৃতীদের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে।