ABP Ananda Live : আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ
গত আঠেরো বছর ধরে আপনারা আমাদের পাশে থেকেছেন। আমাদের ওপর ভরসা করেছেন। আমরাও চেষ্টা করেছি, আমাদের সীমাবদ্ধ ক্ষমতায়, সব খবর, সবার আগে এবং তথ্যনিষ্ঠভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনারা জানেন, আগেও বলেছি, এ নিয়ে আমার সঙ্গে আমার সহকর্মীদের অনেকের মতভেদ আছে যে, আপনাদের ভরসাটার, আপনাদেরই সামনে কোনও প্রমাণ রাখার, আদৌ দরকার আছে কি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, না প্রয়োজন নেই, প্রয়োজন হয় না। তবে আপনারা জানেন, প্রত্যেকটা বড় নির্বাচনের পর, আমরা আপনাদের পাশে থাকার এই তথ্য সামনে আনি। আপনারা জানেন, ভারতবর্ষে 'বার্ক' সংস্থাটাই একমাত্র টেলিভিশনের দর্শকসংখ্যার বিচার করতে পারে, এবং এই তথ্য এক-দু' সপ্তাহের নয়, অন্তত চার সপ্তাহের, টেকনিক্যাল ভাষায় যাকে বলে, Four weeks rolling data। এই তথ্য রাখার পাশাপাশি, বাংলার সমস্ত নিউজ চ্যানেল, যাদের বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে, বহু চাপ সামলে খবর করতে হয়, তাঁদের প্রত্যেককে এবিপি আনন্দের শুভেচ্ছা ও অভিনন্দন।
দেখুন, আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে নিজেদের ঢাক নিজেরা পেটানোর এই প্রকরণ, আপনাদের অপরিসীম আস্থার এই প্রমাণ, আপনাদের সামনে চিৎকার করে বারবার রাখব না। অতীতে কখনও তা রাখিওনি। কিন্তু আজ, আরেকটা নির্বাচন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর, আজ এই তথ্য হাতে পেয়ে সত্যিই বলতে ইচ্ছে করল -- ‘‘আমরা কৃতজ্ঞ’’। অহঙ্কার নয়, আমার আর এবিপি আনন্দের আমার সমস্ত সহকর্মীর তরফ থেকে শুধু এটুকু বলব -- আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রণাম।
All Shows



























