এক্সপ্লোর
প্রয়াত মিস শেফালি, ট্যুইটে শোকবার্তা মুখ্যমন্ত্রীর, স্মৃতিচারণায় ধৃতিমান ও বরুণ চন্দ
প্রয়াত মিস শেফালি ওরফে আরতি দাস। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। আজ সকালে নিজের বাড়িতে মৃত্যু হয় বর্ষীয়ান নৃত্যশিল্পীর। ছয়-সাতের দশকে কলকাতার ক্লাব-হোটেল-নিশিনিলয়ে ক্যাবারে শিল্পী হিসেবে মিস শেফালি জনপ্রিয় হয়ে ওঠেন। অভিনয় করেন সত্যজিত্ রায়ের সীমাবদ্ধ, প্রতিদ্বন্দ্বী ছবিতে। উত্তমকুমার, অমিতাভ বচ্চন, সুচিত্রা সেনের মতো তারকারা তাঁর নাচের অনুরাগী ছিলেন।

























