West Bengal News: ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস-অটো-টোটো
১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস-অটো-টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন-মেট্রো। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোয় থাকছে কড়াকড়ি।
করোনা বিধি মেনে ২ মাস পরে বৃহস্পতিবার থেকে দিনে ৭ ঘণ্টার জন্য খুলছে সেলুন, পার্লার, জিম। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। ১১টা থেকে ৯ ঘণ্টা বাকি দোকান খোলায় অনুমতি।
রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। জিটিএ-র দুর্নীতির আখড়া, টাকা বরাদ্দ হলেও হয়নি উন্নয়ন। ক্যাগকে দিয়ে জিটিএ অডিট করানো হোক, আক্রমণ জগদীপ ধনকড়ের। দুর্নীতিগ্রস্ত রাজ্যপাল। যুক্ত ছিলেন জৈন-হাওয়ালা কেলেঙ্কারিতে, পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জৈন-হাওয়ালা মামলার চার্জশিটে নাম ছিল অজিত পাঁজা, যশবন্ত সিনহার। পরে দুজনেই মুক্ত। যশবন্তের সঙ্গে কথা বলা উচিত মুখ্যমন্ত্রীর। বললেন রাজ্যপাল। অর্ধসত্য কথা বলছেন। পাল্টা সুখেন্দুশেখর।