RG Kar Update: আর জি কর কাণ্ডের ৭ মাস, চিঠি দিয়েও দেখা মেলেনি অমিত শাহের, মোদির হস্তক্ষেপ দাবি
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের ৭ মাস, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় পরিবার । চিঠি দিয়েও দেখা মেলেনি অমিত শাহের, মোদির হস্তক্ষেপ দাবি ।
'ভূতুড়ে ভোটারের' মাঝেই এবার 'আধার', আজবকাণ্ড রাজ্য়ের এই জেলায় !
সম্প্রতি ভূতুড়ে ভোটারের অভিযোগ ঘিরে শোরগোল দেখা দিয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে। বাস্তবে তাঁর তিন ছেলে। কিন্তু ভোটার লিস্টে সেই তৃণমূল নেতাই আবার আবার চার ছেলের বাবা! না থেকেও, আরেক ছেলে এল কোথা থেকে? আবার, গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের রানিনগরের যে চারজন ভোটারের নাম বলেছিলেন, আমরা তাঁদেরও মুখোমুখি হয়েছিলাম। যাঁদের এপিক নম্বরেই রয়েছে হরিয়ানার বাসিন্দাদের নাম। গঙ্গারামপুরের এক সরকারি কর্মীর এপিক নম্বরে আবার নাম রয়েছে গুজরাতের এক বাসিন্দার।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোক যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। ভোটের আগেই বেজে উঠেছে ভোটের দামামা। ভোটার তালিকায় 'ভূতুড়ে ভোটার'-এর দাপাদাপি নিয়েই এখন জোর চর্চা! আর বাস্তবে যে ছবিটা উঠে আসছে তাও খুব একটা সুখকর নয়। কোথাও ভোটার লিস্টে বেড়ে গেছে সন্তানের সংখ্যা। কোথাও আবার এক এপিক নম্বরেই একাধিক ভোটার।






























