মধ্যমগ্রাম লোকালে জায়গা রাখা নিয়ে নিত্যযাত্রীদের গা জোয়ারি, ট্যুইটারে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল রেল
খালি সিটে কোথাও রাখা রুমাল, কোথাও তাসের প্যাকেট, কোথাও ব্যাগ। আপনি আগে ট্রেনে উঠলেও সেখানে বসতে পারবেন না। কারণ, ওই জায়গা নিত্যযাত্রীদের। হাওয়া খেতে খেতে পরে এসেও তারা ওই জায়গায় বসবেন।
লোকাল ট্রেনে এধরনের গা জোয়ারি কোনও নতুন ঘটনা নয়। তবে এবার ট্যুইটারে এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল রেল। অফিস টাইমে ট্রেনে অভিযান চালাল আরপিএফ।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সকাল ৮.৫২-র ডাউন মধ্যমগ্রামে জায়গা রেখেছিলেন নিত্যযাত্রীরা। এর প্রতিবাদ করলে প্রৌঢ়কে হেনস্থার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
চোখের সামনে এই ঘটনা দেখে রেলমন্ত্রকে ট্যুইট করে অভিযোগ জানান অন্য এক যাত্রী।
অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে রেল। মঙ্গলবার আটটা বাহান্নর মধ্যমগ্রাম লোকাল ছাড়ার দশ মিনিট আগে ট্রেনে অভিযান চালায় RPF।
রুমাল, তাসের প্যাকেট, কাগজের টুকরো দিয়ে জায়গা রাখতে নিষেধ করায় যাত্রীদের কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়।
যাত্রীদের একাংশের দাবি, RPF অভিযান চালালে দু-একদিনের জন্য ছবিটা পাল্টায়। তারপর আবার যে কে সেই! নিত্যযাত্রীদের একাংশ তো এদিনই কার্যত বুঝিয়ে দিয়েছেন, তাঁরা গা জোয়ারির রাস্তা ছাড়বেন না।
খালি সিটে কোথাও রাখা রুমাল, কোথাও তাসের প্যাকেট, কোথাও ব্যাগ। আপনি আগে ট্রেনে উঠলেও সেখানে বসতে পারবেন না। কারণ, ওই জায়গা নিত্যযাত্রীদের। হাওয়া খেতে খেতে পরে এসেও তারা ওই জায়গায় বসবেন।
লোকাল ট্রেনে এধরনের গা জোয়ারি কোনও নতুন ঘটনা নয়। তবে এবার ট্যুইটারে এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল রেল। অফিস টাইমে ট্রেনে অভিযান চালাল আরপিএফ।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সকাল ৮.৫২-র ডাউন মধ্যমগ্রামে জায়গা রেখেছিলেন নিত্যযাত্রীরা। এর প্রতিবাদ করলে প্রৌঢ়কে হেনস্থার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
চোখের সামনে এই ঘটনা দেখে রেলমন্ত্রকে ট্যুইট করে অভিযোগ জানান অন্য এক যাত্রী।
অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে রেল। মঙ্গলবার আটটা বাহান্নর মধ্যমগ্রাম লোকাল ছাড়ার দশ মিনিট আগে ট্রেনে অভিযান চালায় RPF।
রুমাল, তাসের প্যাকেট, কাগজের টুকরো দিয়ে জায়গা রাখতে নিষেধ করায় যাত্রীদের কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়।
যাত্রীদের একাংশের দাবি, RPF অভিযান চালালে দু-একদিনের জন্য ছবিটা পাল্টায়। তারপর আবার যে কে সেই! নিত্যযাত্রীদের একাংশ তো এদিনই কার্যত বুঝিয়ে দিয়েছেন, তাঁরা গা জোয়ারির রাস্তা ছাড়বেন না।