পড়া না পারায়, আপার কেজির পড়ুয়াকে গরম খুন্তির ছ্যাঁকা গৃহশিক্ষিকার
হাওড়া: পড়া না পারায়, আপার কেজির পড়ুয়াকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। গ্রেফতার অভিযুক্ত শিক্ষিকা। হাওড়ার বেলুড় থানার গিরিশ ঘোষ রোডের ঘটনা। একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকে ওই ছাত্রের পরিবার ও গৃহশিক্ষিকার পরিবার। পরিবারের দাবি, গতকাল স্কুল থেকে ফিরে পড়তে গিয়েছিল ওই ছাত্র। অভিযোগ, পড়া না পারায়, তাকে গরম খুন্তির ছ্যাঁকা দেন গৃহশিক্ষিকা। আজ সকালে স্কুলে যাওয়ার পর, শিক্ষিকারা গায়ের দাগ দেখে বেলুড় থানায় খবর দেন। এরপর অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত গৃহশিক্ষিকার আজব সাফাই, পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় মারধর করা হয়। তবে খুন্তি গরম ছিল বলে তিনি জানতেন না।
হাওড়া: পড়া না পারায়, আপার কেজির পড়ুয়াকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। গ্রেফতার অভিযুক্ত শিক্ষিকা। হাওড়ার বেলুড় থানার গিরিশ ঘোষ রোডের ঘটনা। একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকে ওই ছাত্রের পরিবার ও গৃহশিক্ষিকার পরিবার। পরিবারের দাবি, গতকাল স্কুল থেকে ফিরে পড়তে গিয়েছিল ওই ছাত্র। অভিযোগ, পড়া না পারায়, তাকে গরম খুন্তির ছ্যাঁকা দেন গৃহশিক্ষিকা। আজ সকালে স্কুলে যাওয়ার পর, শিক্ষিকারা গায়ের দাগ দেখে বেলুড় থানায় খবর দেন। এরপর অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত গৃহশিক্ষিকার আজব সাফাই, পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় মারধর করা হয়। তবে খুন্তি গরম ছিল বলে তিনি জানতেন না।