Allahabad Bank: এলাহাবাদ ব্যাঙ্কের সর্বভারতীয় অবসরপ্রাপ্ত কর্মী অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক কনফারেন্স | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এলাহাবাদ ব্যাংকের সর্বভারতীয় অবসরপ্রাপ্ত কর্মী অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক কনফারেন্স হচ্ছে কলকাতায়। বর্তমানে ইন্ডিয়ান ব্যাংক নামে পরিচিত হলেও পূর্ববর্তী এলাহাবাদ ব্যাংকের অবসরপ্রাপ্তদের দাবিদাওয়া পূরণের জন্য তৈরি হয়েছিল অ্যাসোসিয়েশন। শুক্রবার থেকে শুরু হওয়া অ্যাসোসিয়েশনের তিন দিনের কনফারেন্সে পেনশন আপডেট না হওয়া, মেডিক্লেস পলিসির সাধ্যাতীত প্রিমিয়াম-সহ একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে সেইসব সমস্যা কীভাবে মেটানো সম্ভব, তা নিয়েও সম্ভাব্য পদক্ষেপ ঠিক করা হয়েছে কনফারেন্সে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতারা অংশ নিয়েছিলেন এই কনফারেন্সে।
নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স
নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। উল্টোদিকের লেনে ঢুকে লরির ধাক্কায় মৃত্যু হল ২ মহিলা-সহ ৩ জনের। রোগী, অ্যাম্বুল্যান্স চালক, লরি চালক-সহচারজন আহত হন। গতকাল রাত ১২টা নাগাদ হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে কলকাতার SSKM হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। জাতীয় সড়কের কলকাতাগামী
লেনে যানজটের কারণে উল্টোদিকের লেন ধরেছিলেন অ্যাম্বুল্যান্স চালক। রানাঘাটের দিকে যাওয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের ৩ সওয়ারির। আহতরা কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি রয়েছেন।



















