Abhishek Banerjee: 'ভূতুড়ে' ভোটার নিয়ে কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত, আজ কী ঘোষণা অভিষেকের? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'ভূতুড়ে' ভোটার নিয়ে কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত, আজ কী ঘোষণা অভিষেকের? ভুয়ো ভোটার নিয়ে সাড়ে ৪ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক । ভার্চুয়াল বৈঠকে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর থেকে জেলা সভাপতিরা । ভোটার তালিকায় স্ক্রুটিনি নিয়ে জেলাওয়াড়ি কমিটি নিয়ে আজ সিদ্ধান্ত?
খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ
খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ। টিএমসিপি নেতাকে তাড়া করে, রাস্তা ফেলে এলোপাথারি কোপ! 'পুরনো মারপিট নিয়ে অভিযোগ দায়ের করায় আক্রোশ থেকে খুন। অভিযোগ না তোলায় হামলা', দাবি খড়দার স্থানীয় কাউন্সিলরের। খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়?
এখনও বাকি অভিযুক্তেদের খোঁজে তদন্তে পুলিশ।
এবার বিহারেও আক্রান্ত পুলিশ। মুঙ্গেরে দুই পরিবারের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু এক পুলিশ কর্মীর। বিবাদ মেটাতে গেলে ASI সন্তোষ যাদবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাটনার হাসপাতালে, সেখানেই তাঁর মৃত্যু হয় পুলিশের উপর হামলা চালিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা, এখনও তাদেরকে ধরতে পারেনি পুলিশ।






















