এক্সপ্লোর
Amartya Sen: জমি-বিতর্কের মাঝে জমির মিউটেশনের জন্য আবেদন অমর্ত্য সেনের
জমি-বিতর্কের (Land dispute) মাঝেই মিউটেশনের (Mutation) জন্য ভূমি ও ভূমি রাজস্ব দফতরে আবেদন অমর্ত্য সেনের (Amartya Sen)। গতকাল বোলপুরে (Bolepur) জমির মিউটেশনের জন্য আবেদন জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সোমবার এই আবেদনের শুনানি হবে। ১৩ ডেসিমেল জমির মালিকানা নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর (Viswabharati) তরফে অমর্ত্য সেনকে চিঠি পাঠিয়ে যৌথভাবে জমি জরিপের প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















