Ananda Sokal: এবার দুষ্কৃতীদের নিশানায় শাসকদলের জনপ্রতিনিধিরা? ABP Ananda Live
ABP Ananda Live: কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় তৃণমূলের অন্দরে এখন যেন দ্বন্দ্বের চোরাস্রোত বইছে। সুশান্ত ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে, আদতে নিশানায় কি তাঁরই দলের কেউ? তা নিয়ে বিভিন্নমহলে যখন প্রশ্ন উঠছে, তখন সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তাঁরই পাশের ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না। কসবাকাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের । 'দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার' । '২০১১-১২ সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন' । 'কাউন্সিলরের অনুগামীরা সেই গোডাউন দখল করে নেয়' । 'বারবার অনুরোধের পরেও কষ্টের টাকায় কেনা সেই গোডাউন উদ্ধার করা যায়নি' । 'হতাশ হয়েই মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ' । 'সুশান্তর উপরে হামলার জন্য ইকবালই অস্ত্র ও লোক সাপ্লাই দেয়' । পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের: সূত্র । '