এক্সপ্লোর
Anubrata Mondal: ‘ট্রাস্টের দুটি গাড়ি ব্যবহার করতেন অনুব্রত', গাড়ি বিতর্কে বিস্ফোরক ট্রাস্টের চেয়ারম্যান । Bangla News
অনুব্রতর-গাড়ি বিতর্কে বিস্ফোরক সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মলয় পিট। ‘ট্রাস্টের দুটি গাড়ি ব্যবহার করতেন অনুব্রত। গাড়িতে লালবাতিকাণ্ডের পর গাড়ি বিক্রি করে দিতে চেয়েছিলাম। দুটি গাড়িই কিনে নিতে চেয়েছিলেন অনুব্রত। খুব কম দাম দেওয়ায় গাড়ি বিক্রিতে রাজি হইনি। অবশেষে দুটি গাড়িই অনুব্রতকে ব্যবহার করতে বলা হয়। কেষ্টদাকে কিছু বলতে পারিনি, দাবি মলয় পিটের। তবে কি ভয়ে মুখ খুলতে পারেননি মলয়?
জেলার
মনোস্কামনা পূরণের আশায় আজ গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী
আরও দেখুন


















