Tarapith News: সোমবার ছিল কৌশিকী অমাবস্যা, তারাপীঠে করা হয়েছিল তারা মায়ের বিশেষ পূজার আয়োজন
ABP Ananda Live: সোমবার ছিল কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। মঙ্গলারতির পর পাঁচরকম ফুল ও ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। দুপুরে পোলাও, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, পাঁঠার মাংস, দই, মিষ্টি, পায়েস ভোগ দেওয়া হবে। সন্ধ্যার সময় শীতল ভোগে থাকবে লুচি ,সুজি, মাছ-সহ নানা রকমের ভাজা ও মিষ্টি। রাত ১২টায় হবে নিশি পুজো। সন্ধ্যা ৭ টার সময় সন্ধ্যা আরতি। সেই মাকে সোনার অলঙ্কার দিয়ে রাজবেশে সাজানো হয়। রাত ১২টায় মায়ের নিশি পুজো হয়। শীতল ভোগ হয় সন্ধ্যার সময়। ভোগে ছিল লুচি ,সুজি, নানা রকমের মিষ্টি ,ভাজার পাশাপাশি মাছ ভাজা ছিল।




















