Birbhum News: মাথা কেটে নেওয়ার হুমকি, দাপুটে তৃণমূল কর্মী বুলেট মির্জার দাদাগিরির ভিডিও ভাইরাল।
Birbhum News: ঠিকা শ্রমিককে ঘরে আটকে বেল্ট দিয়ে বেধড়ক মার তৃণমূল কর্মীর! এক লক্ষ টাকা না দিলে মাথা কেটে নেওয়ার হুমকির অভিযোগ! ময়ূরেশ্বরের দাপুটে তৃণমূল কর্মী বুলেট মির্জার দাদাগিরির ভিডিও ভাইরাল। '১ লক্ষ টাকা তোলা দাবি করছেন বুলেট, ভয়ে বাড়ি ফিরতে পারছে না ছেলে'। 'গ্রামে ঢুকতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা, ভয়ে ফিরতে পারছেন না আক্রান্ত'। অভিযোগ তুলে সরাসরি রামপুরহাট আদালতে আক্রান্তর মা। বেল্ট দিয়ে মারধর, মানলেন তৃণমূল নেতা, ধারের টাকা না দেওয়ার সাফাই। '২ মাস আগে মুম্বইয়ের ঘটনা, ধারের টাকা না দেওয়ায় মার'। দাবি অভিযুক্ত তৃণমূল কর্মী বুলেট মির্জার। বুলেট ও আক্রান্ত যুবক, দুজনেই মুম্বইয়ে ঠিকাকাজ করেন, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ABP Ananda Live



















