Jaynagar News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ অবরোধ করে বিজেপির বিক্ষোভ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে ফের পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দফায় দফায় বিক্ষোভ, পুলিশকে তাড়া করে ফাঁড়িতে আগুন, বাইক ভাঙচুর। গতকাল দুপুর থেকে নিখোঁজ, মহিষমারি ফাঁড়ি থেকে ফেরানোর অভিযোগ। রাতে মহিষমারি ফাঁড়ি থেকে ফিরিয়ে কুলতলি থানায় যেতে বলার অভিযোগ। নিষ্ক্রিয়তার অভিযোগে বারুইপুরের এসডিপিএকে লাঠি হাতে গ্রামবাসীদের তাড়া। গ্রামবাসীদের তাড়ায় এলাকায় ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক। হাসপাতালে গিয়েও ফিরতে হল তৃণমূল সাংসদকে, গো ব্যাক স্লোগান। রাতে বাড়ির কাছে জলাজমি থেকে বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার।ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ১, ৭দিনের পুলিশ হেফাজত।
আরও খবর..
উৎসবে আছেন আবার প্রতিবাদেও। এবার পুজোর সঙ্গে মিশে গেল বিচারের দাবি। নিউটাউনের একটি ক্লাবের সদস্যরা প্রতিমা আনতে গিয়ে স্লোগান দিলেন জাস্টিস ফর আর জি কর। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের একটি ক্লাবের আমন্ত্রণপত্রে লেখা হল ‘উই ডিমান্ড জাস্টিস’।
বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে জয়নগরে দফায় দফায় উত্তেজনা। ফাঁড়িতে আগুন। এসডিপিও-কে তাড়া। ধাওয়া পুলিশকে। গলিতে গা-ঢাকা।
![High Court: আধার-ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয়? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/124ca072df7d2249fc1097dcd86db0bf1739795382377894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)