Mamata Banerjee: 'রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে,' ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে,' ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিধানসভা ভোটের মুখে দার্জিলিঙে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বললেন, শিলিগুড়িতে মহাকাল মন্দিরে সবচেয়ে বড় শিব করব। এর জন্য দার্জিলিঙের জেলাশাসককে জমিও খোঁজার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন বিনা পয়সায় জমি দেওয়ারও। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সুকান্ত মজুমদারের মন্তব্য, দিঘায় জগন্নাথ সাড়া দেননি বলে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি। ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে সবপক্ষই। ঘর গোছাচ্ছেন নেতারাও, ঘরওয়াপসির জল্পনা। SIR প্রস্তুতি তুঙ্গে, ম্যাপিং-এর কাজ শেষের নির্দেশ। দীপাবলির আগেই রাজ্য় রাজনীতিতে এখন পরপর ধামাকা! ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি। একে অপরকে টেক্কা দিতে ঝুলি থেকে অস্ত্র বার করছে তৃণমূল, বিজেপি সব দলই। বিজেপির ধর্মের অস্ত্র ভোঁতা করতে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আবার খয়রাতির লড়াইয়ে তৃণমূলকে পিছনে ফেলতে, কালীপুজোর আগেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন শুভেনদু অধিকারী । যে কোনওদিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR, যা নিয়ে তরজার পারদ এখন থেকেই সপ্তমে। পারদ চড়তে চলেছে সোশাল মিডিয়াতেও! ডিজিটালে মাটি আরও শক্ত করতে নতুন প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। চলছে ঘর বদলের পালাও। ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে মমতা বন্দ্য়োপাধ্য়ায়র সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্য়ায়।




















