CM Mamata Banerjee: 'আমি আর কখনও বৈঠকে যোগ দেব না', নীতি আয়োগ বৈঠক নিয়ে বললেন মমতা।
PM Narendra Modi: মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের। বলতে বাধার অভিযোগে মোদির নীতি বৈঠক থেকে ওয়াকআউট মমতার। মিথ্যে বলতে অজুহাত, পাল্টা নির্মলা সীতারমণ। নাটক-কটাক্ষ বাম-কংগ্রেসের। বাংলার অপমান, পাল্টা তৃণমূল। মমতা ছাড়া বৈঠকে মোদির নীতি বৈঠকে নেই INDIA জোটের কোনও মুখ্যমন্ত্রী।যোগ দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। নীতি-বৈঠক থেকে মমতার ওয়াকআউট নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস! নাটক করতেই ওয়াকআউট, কটাক্ষ অধীরের। বৈঠকের নামে প্রহসন, অধীরের উল্টো সুরে জয়রাম। বাংলা-ভাগের বিরোধিতা করেও গৌরীশঙ্করের দাবিকে সমর্থন মুর্শিদাবাদ বিজেপির। ABP Ananda Live