এক্সপ্লোর
Ekhon Kolkata (4): 'খেলা হবে দিবস থেকে আবার খেলা হবে', হুঁশিয়ারি মমতার। Bangla News
সভামঞ্চ থেকে ফের বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, '১৬ অগাস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে। খেলা হবে দিবস থেকে আবার খেলা হবে। আমাদের পরাধীন করে রেখে দিয়েছে।' কর্মীদের রাস্তায় নামার ডাক দিয়েছেন তিনি। মমতা বলেন, 'নতুন করে আরেকটা রাজনৈতিক লড়াই শুরু হবে। ব্যাডমিন্টন খেলতে খেলতেই ব্লকে ব্লকে মিছিল করুন। ট্রেডমিলে না হেঁটে, পার্কে না হেঁটে মিছিল করুন। দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একতরফা মিছিল করুন। বিজেপি-সিপিএম-কংগ্রেস ভাইভাই, বাংলায় এদের ঠাঁই নাই।'
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















