Fake Voter Card :রাজ্য়ে SIR জল্পনার মধ্য়েই, কল্য়াণীতে ভবঘুরের ব্য়াগে রাশি রাশি ভোটার কার্ড !
ABP Ananda LIVE : রাজ্য়ে SIR জল্পনার মধ্য়েই ভবঘুরের ব্য়াগে প্রচুর ভোটার কার্ড ! কল্য়াণীতে ভবঘুরের ব্য়াগে রাশি রাশি ভোটার কার্ড, রিপোর্ট চাইল কমিশন । প্রায় ২৫০ এপিক কার্ড উদ্ধার !
আরও খবর...
ভোররাতে বাস দুর্ঘটনার সাক্ষী থাকল খড়িবেড়িয়া। ডায়মন্ড হারবার রোডের উপর দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দুটো যাত্রীবাহী বাসের রেষারেষি ও পরপর ধাক্কার ফলে এই ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ঘটনার পরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জনরোষ দেখা যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দক্ষিণ ২৪ পরগনার খড়িবাড়িতে দুই যাত্রীবাহী বাসের রেষারেষি! কলকাতাগামী দুই বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটে। স্থানীয় আহত ৬০ থেকে ৭০ জন রয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মহিলা ও শিশুও রয়েছে আহতদের মধ্যে।

















