Haroa News: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া
ABP Ananda Live: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হলেও গুলি চলার কথা অস্বীকার পুলিশের । 'কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার সময় হামলা'। 'পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা'। 'পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল'। অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ । তৃণমূল বিধায়কের স্বামীর নেতৃত্বে হামলার অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির।
পরীক্ষার্থীদের হাজারো পরিশ্রম কি গেল জলে ? স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার গঠনের খুব কাছাকাছি পৌঁছে বড় ধাক্কা ! স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ । উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র । মাথায় হাত পরীক্ষার্থীদের। সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর।
এমন ঘটনায় কলেজ গুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা , 'গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি'।