Kalyan Banerjee: 'ওর দুজন বন্ধু ওকে হাইকোর্টের বিচারপতি তৈরি করেছে', কাকে আক্রমণ করলেন কল্যাণ?
Abhijit Ganguly: গত ২৩ অক্টোবর যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বাদানুবাদ চলাকালীন সামনে রাখা বোতল ভাঙন কল্যাণ, ছুড়ে ফেলেন জেপিসির চেয়ারম্যানের সামনে। এবার যৌথ সংসদীয় কমিটির বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর এবার বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বলেন, 'ও হচ্ছে জুডিশিয়ারির কুলাঙ্গার' ! পাল্টা শমীক। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৈরি যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম পরিস্থিতির তৈরি হয়। রীতিমতো রক্তারক্তিকাণ্ড।ভাঙা কাচে হাত কেটেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,' ও কোনও উকিল ছিল নাকি ? আইন-ফাইন জানতো ? দুজন বন্ধু ছিল বলে হাইকোর্টের জজ হয়েছিল। ওর যদি আইনের জ্ঞান থাকে, সুপ্রিম কোর্টে এসে একটা মামলায় আর্গুমেন্ট করুন ২০-২৫ মিনিট। দেখি না কত আইনের জ্ঞান আছে ! কত বড় অ্যাডভোকেট ছিল ? আইনের কত জ্ঞান দেখা যাবে এবং কতটা অ্যাডভোকেসি জানে দেখা যাবে। চ্যালেঞ্জ দেওয়া রইল। ABP Ananda Live
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)