Kanchanjungha Express: দুর্ঘটনার আগে অকেজো স্বয়ংক্রিয় সিগন্যাল, কাজ করেছিল কি রেল ট্র্যাকিং সিস্টেম?
ABP Ananda LIVE: দুর্ঘটনার আগে অকেজো স্বয়ংক্রিয় সিগন্যাল। কাজ করেছিল কি রেল ট্র্যাকিং সিস্টেম? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার তথ্য ছিল রেল কর্মী, মালগাড়ি চালকের কাছে? উঠছে প্রশ্ন । অকেজো ছিল রেল ট্র্যাকিং সিস্টেমও?
কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের। মৃত মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা রেলের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের।
বিজেপির কেন্দ্রীয় দলের সফরের মধ্যেই কোচবিহারে মুখ্যমন্ত্রী। জয়ের জন্য কোচবিহারের মানুষকে অভিনন্দন জানাতে এসেছি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল মদনমোহন মন্দিরে পুজোও দেবেন মুখ্যমন্ত্রী।
রেল দুর্ঘটনার পর কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই । পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার'
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)