এক্সপ্লোর
Coronavirus: কোভিড-আতঙ্ককে সঙ্গী করেই আরও একটা বর্ষবরণ! বর্ষবরণে চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট
কোভিড-আতঙ্ককে সঙ্গী করেই ফের আরও একটা বর্ষবরণ। কলকাতায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জন ভর্তি হলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। গতকাল রাতে বারাসাতের নবপল্লি এলাকার বাসিন্দা ৫৭ বছরের এক ব্যক্তিকে বেলেঘাটা আইডি-তে রেফার করা হয়। পাশাপাশি, গতকালই হালতুর যাদবগড়ের বাসিন্দা ৪৫ বছরের এক মহিলাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোগিণী। অস্ত্রোপচারের আগে করোনার উপসর্গ ধরা পড়ায় কোভিড পরীক্ষা করা হয়। বেলেঘাটা আইডি-তে এই মুহূর্তে ৫ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। প্রায় ৩ মাস পর হাসপাতালের কোভিড ওয়ার্ডে রোগী ভর্তি করা হয়েছে।
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন

















