Kolkata Metro:আগামী সোমবার থেকেই অরেঞ্জ লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা,প্রথম এবং শেষ মেট্রো পাবেন কখন?
ABP Ananda LIVE: যাঁরা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন তাঁদের জন্য এবার সুখবর শোনাল কলকাতা মেট্রো। আগামী সোমবার থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা। কলকাতাবাসী আবেদন করেছিলেন আমার যেন পরিষেবা বাড়াই। ওই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে প্রতিদিন প্রচুর ছাত্রছাত্রী আসেন। রয়েছে হাসপাতালও। এখানে মূলত রাস্তার মাধ্যমে যান পরিষেবা ছিল। আগামী ৫ অগাস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি রুটে ৭৪টি পরিষেবা দিতে চলেছি। ওই রুটে সোম থেকে শুক্রবার সকাল ৮টা থেকে পরিষেবা চালু করব। এর আগে শনিবার মেট্রো পরিষেবা ছিল না। এবার থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাবেন শনিবারও। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে। শুধুমাত্র রবিবার বন্ধ থাকবে।
অধ্যক্ষের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিলেন শুভেন্দু অধিকারী। প্রস্তাব জমা দেওয়ার সময় বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। কিন্তু অনাস্থা নিয়ে কোনও আলোচনা হয়নি। এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা? বাংলা ভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সোমবার বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গের রঙ্গমঞ্চে জোর তরজা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। সোমবার বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত নিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এনিয়ে শুভেন্দু বলেন, 'বিজেপির পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, UT, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, রহিঙ্গা-অনুপ্রদেশকারীদের ঘাড় ধরে বের করতে হবে।'