Kolkata News: বাজি পোড়ানোর অছিলায় তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠল তাঁরই পরিচিতের স্বামীর বিরুদ্ধে
ABP Ananda Live: খাস কলকাতায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার গড়ফায়, বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁরই পরিচিতের স্বামীর বিরুদ্ধে। ধৃতের নাম রীতেশ সিংহ ওরফে সূরয। অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পো়ড়াতে গেছিলেন তিনি। সেইসময়, দূরে গল্প-আড্ডায় মেতেছিলেন বাকিরা। সেই সুযোগে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই মহিলার স্বামী। রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। আজকে ভোরে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।
পরপর বিস্ফোরণ, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে! ব্যারাকপুরের কারখানায় বিধ্বংসী আগুন!
আলোর উৎসবে জোড়া অগ্নিকাণ্ড রাজ্যে। একদিকে, সাতসকালে ব্যারাকপুরেরকারখানায় বিধ্বংসী আগুন। কাছেই মোহনপুর থানা। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ভোররাতে এই আগুন লাগে বলে খবর। রাসায়নিক মজুত থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। কারখানার ভিতর থেকে একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৫টা নাগাদ, শিউলি গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের কাছে রং তৈরির তেলের কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির অন্তত দমকলের ২০টি ইঞ্জিন। প্রচুর ফোমের ব্যবস্থাও করা হয়। ঘটনাস্থল জুড়ে প্রচুর সিলিন্ডার থাকায় আতঙ্ক ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুনের উৎসস্থলে পৌঁছনো যায়নি। পাঁচিল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টায় দমকল কর্মীরা। এদিকে ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।




















