TMC News: বাঁকুড়ার সোনমুখীতে তৃণমূল নেতা হত্য়ায় গ্রেফতার মূল অভিযুক্ত
ABP Ananda LIVE: বাঁকুড়ার সোনমুখীতে তৃণমূল নেতা খুন, আর এই খুনের ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত। পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত নাসিম শেখকে। সোনামুখীতে তৃণমূলনেতা খুনে দুই ছেলের পর এবার গ্রেফতার করা হল বাবাকেও।
'বাংলাদেশি রোহিঙ্গা তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে', কটাক্ষ শুভেন্দুর
'বাংলাদেশি রোহিঙ্গা তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে', কটাক্ষ শুভেন্দুর। আলু চাষিদের বঞ্চনার অভিযোগে সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'বিজেপি ক্ষমতায় এলে অধিকার ফিরে পাবে কৃষকরা।ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা: বিরোধী দলনেতা। টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। কারখানা হয়নি, ফসলও হয়নি, মাছ চাষও হয়নি। শিল্প প্রতিষ্ঠান হিসেবে টাটাদের সবকিছু মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। কারখানা ধ্বংস করায় জমির চরিত্রও বদলে গিয়েছে: শুভেন্দু অধিকারী।


















