Raniganj: ২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে
ABP Ananda LIVE: । বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID. নতুন ফৌজদারি আইন বদলের প্রতিবাদে সোমবার আসানসোল আ২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কেদালতে কর্মবিরতির ডাক দেয় বার অ্য়াসোসিয়েশন। আইনজীবীরা না থাকায়, ওই দিন সুবোধের জেল হেফাজত হয়। আজ ওই দুষ্কৃতীকে হেফাজতে । পেলে অপরাধের প্যান্ডোরা বক্স খুলতে নিয়ে যাওয়া হবে ভবানী ভবনে CID দফতরে।
আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জনকে গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি।
৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল, তৃণমূলের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল। রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু ব্যাখ্যা চাইলেও মেলেনি, দাবি রাজভবনের। বাম ও কংগ্রেসের তরফে বিলের বয়ান বদলের অভিযোগ করা হয়েছিল। ২০১৯-এ বিধানসভায় বিল পাসের সময় গণপিটুনির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল। কিন্তু রাজভবনে পাঠানো বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না, চাঞ্চল্যকর দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের তরফে।