![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ED On Rituparna: '..ওই টাকা রেশন দুর্নীতির, জানতেন না ঋতুপর্ণা', ED-কে টাকা ফেরত দিতে চান অভিনেত্রী
ED On Rituparna: সূত্রের খবর, ED-র তদন্তকারীদের কাছে ঋতুপর্ণা দাবি করেন সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন। ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না। ED-কে প্রায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত, খবর সূত্রের। সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। এরপরই প্রায় ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চান বলে ED-র কাছে ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে কেন্দ্রীয় এজেন্সিকে টাকা ফেরত দেন মিঠুন চক্রবর্তী, শতাব্দী রায় ও বনি সেনগুপ্ত ।
রেশন দুর্নীতি মামলায় ভোটের ফল প্রকাশের পরের দিন, ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু, বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সব রকমের উত্তর দিতে আমরা প্রস্তুত, এর আগে জানান ঋতুপর্ণা। ED সূত্রে দাবি,রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। ABP Ananda LIVE
![Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠন, মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারকের কথা কাটাকাটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/07/f00131166c3439a63bb033abc599e2ac1736189555805967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)