RG Kar:জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাতে প্রতীকী অনশনে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও
ABP Ananda Live: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাতে এবার ৭ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। শহিদ মিনার চত্বরে নিজেদের ধর্নামঞ্চেই অনশনে বসেছেন তাঁরা। বিকেল ৫টা পর্যন্ত চলবে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতীকী অনশন। রাজ্য সরকারি কর্মীদের দাবি, শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের সমস্ত দফতরেই থ্রেট কালচার রয়েছে। এই রোগ নির্মূল করতে ডাক্তারদের এই লড়াইয়ে তাঁরাও পাশে রয়েছেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। জুনিয়র ডাক্তারদের ডেডলাইনের মধ্যেই হাজির মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা মুখ্যমন্ত্রীর। অনশন তোলার অনুরোধ, সোমবার নবান্নে বৈঠকের ডাক। ১০ দফা দাবিতে এখনও অনড় অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার যাচ্ছেন নবান্নের বৈঠকে। স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সরাসরি খারিজ করে অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর। হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ জুনিয়র ডাক্তাররা। অনশনমঞ্চে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা মুখ্যমন্ত্রীর। ৩-৪ মাসে মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের আশ্বাস। সপাতালের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সিভিক ভলান্টিয়ারে আপত্তি। সরানোর কাজ চলছে, মামলার জন্য পুলিশে নিয়োগ আটকে, দাবি মুখ্যমন্ত্রীর।