RG Kar News: লালবাজারের জোড়া সমন। পুলিশের হাতেই গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে খোদ তৃণমূল সাংসদের
ABP Ananda LIVE: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরার কথা বলে সোশাল মিডিয়ায় পোস্ট। আর তার পরই, একইদিনে, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর দুবার তলব করল কলকাতা পুলিশ। যদিও তলবের কারণ দেখানো হয়েছে ভিন্ন। আর এই নিয়ে এবার গ্রেফতারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর রায়। আগামীকাল তাঁর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে।
আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর। 'যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন, তাঁরা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না'। 'তাঁরা মদ খান না, তাঁরা ড্রিঙ্ক করেন'। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ উদয়নের। বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'হাসিনাকে দেখে যাঁদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে'। 'এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন এগিয়ে নিয়েও যাও'। 'কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে'। হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।