RG Kar Protest: RG কর কাণ্ডের প্রতিবাদে বিসর্জনে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান সন্তোষ মিত্র স্কোয়ারে
RG Kar News: আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য, বিসর্জনে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান সন্তোষ মিত্র স্কোয়ারে। আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে প্রতিবাদের ঝাঁঝ বাড়ছে রাজ্যে। ধর্মতলায় চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন। একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন। এবার অসুস্থ কলকাতা মেডিক্যালের জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজা। রাজভবন গেলেও রাজ্যপালের সঙ্গে কথা হল না জুনিয়র ডাক্তারদের। 'রাজ্যপাল শুধু দেখা করেছেন, ডেপুটেশন দিয়েছি, কোনও কথা হয়নি। রাজভবনে আমাদের ক্ষোভের কথা জানিয়েছি। রাজভবনের কর্মচারীর মাধ্যমে জেনেছি, আমাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। ৭ দফা দাবি পূরণ হয়নি, মিথ্যা বলা হচ্ছে, এটা ভিত্তিহীন। মুখ্যসচিবের দাবির প্রেক্ষিতে পাল্টা দাবি জুনিয়র ডাক্তারদের। কেন বাকি ৩ দফা দাবি নিয়ে টাইমলাইন দিল না সরকার? আমরা কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে অনশন করছি না। সিনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে আমাদের ডাকা হয়নি', মন্তব্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। ABP Ananda Live