Sand Smuggling: রমরমিয়ে চলছে বালি পাচার, রাত হলেই ট্রাক লরির দৌরাত্ম্য ! বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বীরভূমের সিউড়ি, মল্লারপুর, মহম্মদবাজারে এখনও রমরমিয়ে চলছে বালি পাচার। রাত হলেই জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক লরির দৌরাত্ম্য চলে। অভিযোগ তুললেন স্থানীয়রাই। এদিকে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বালিপাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।
বীরভূমের সিউড়ি, মল্লারপুর, মহম্মদবাজারে এখনও রমরমিয়ে চলছে বালি পাচার
বীরভূমের সিউড়ি, মল্লারপুর, মহম্মদবাজারে এখনও রমরমিয়ে চলছে বালি পাচার। রাত হলেই জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক লরির দৌরাত্ম্য চলে। অভিযোগ তুললেন স্থানীয়রাই। এদিকে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বালিপাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।
নিম্ন আদালতের রায়ের পর আজ আর জি করে-কাণ্ডে সুপ্রিম কোর্টেও শুনানির সম্ভাবনা। দুপুরে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হওয়ার কথা। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে সোমবারই আমরণ কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সেই সাজা ঘোষণার পর সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার প্রথম শুনানি হওয়ার কথা। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, সঞ্জয় রায় একা নন, অপরাধে জড়িত আরও কয়েকজন। CBI তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা-মা। তদন্তের অগ্রগতি নিয়ে CBI আজও সুপ্রিম কোর্টে কোনও স্টেটাস রিপোর্ট জমা দেয় কিনা, নজর থাকবে সেদিকেও।






















