(Source: ECI/ABP News/ABP Majha)
South 24 Parganas: 'পুলিশরাই আমার ছেলেটাকে মারল', ক্ষোভে ফুটছেন ঢোলাহাটে মৃত যুবকের মা।
ABP Ananda live: চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ উঠল। অভিযোগ তুলেছে মৃতের পরিবারের। ২২ বছরের ওই যুবক ঢোলাহাটের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা। ঘটনায় অভিযোগের তির সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। ঘটনায় জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত গত ৩০ জুন। ওইদিন ওই যুবকের কাকার বাড়ি থেকে সোনার গয়না চুরি হয় ৷ এরপর ১ জুলাই ঢোলাহাট থানার পুলিশ কাকা-ভাইপোকে থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ, কাকাকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। এরপর ওই যুবককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয়। ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় ওই যুবককে। ওইদিন তাঁকে জামিন দেয় আদালত। এরপর গুরুতর অসুস্থ ওই যুবককে মথুরাপুর, ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তির চেষ্টা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল রাতে ওই যুবকের মৃত্যু হয়। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিক্যালে কোনও সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।