SSC News: দাগিদের টাকা উদ্ধার নিয়েও সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে SSC
ABP Anand aLIVE: দাগিদের টাকা উদ্ধার নিয়েও সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে SSC। তালিকায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন। এখনও টাকা উদ্ধার শুরু হয়নি। জবাবে জানাল কমিশন।
আরও পড়ুন...
দুর্গাপুর NIT-তে ছাত্রের প্রশ্নে মেজাজ হারালেন সুকান্ত মজুমদার
দুর্গাপুর NIT-তে ছাত্রের প্রশ্নে মেজাজ হারালেন সুকান্ত মজুমদার। নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে সুকান্তকে প্রশ্ন এক পড়ুয়ার।
মেজাজ হারিয়ে পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। প্রশ্ন করা পড়ুয়ার কাছেই পাল্টা সমাধান চান সুকান্ত। বলেন, 'আপনি সমাধান দিন, আপনার জন্য আমার চেয়ার ছেড়ে দেব। কঠিন পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়েছেন, আপনাদের কাছে সমাধান থাকা উচিত।' কিছুক্ষণ পরই মাইক কেড়ে নেন NIT-র ডিরেক্টর, অভিযোগ পড়ুয়ার। 'আমি প্রশ্ন করেছি, ওরা উত্তরই দিতে পারেনি', পরে দাবি সুকান্তর। 'কেউ সাজিয়ে পাঠাতে পারে', অভিযোগ সুকান্ত মজুমদারের।


















