Bhangar News: আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে ভাঙড়ে তৃণমূল-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: উত্তপ্ত ভাঙরের উত্তর কাশীপুরের চক মরিচা গ্রাম । পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি তালিকায় নাম তৃণমূল নেতা-কর্মীদের, প্রতিবাদ করায় হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ ISF-এর । পাল্টা ISF-এর বিরুদ্ধেই হামলার অভিযোগ তৃণমূলের । আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে ভাঙড়ে তৃণমূল-ISF সংঘর্ষ ।
আরও খবর...
চিকন গুনিয়ার থাবা মালদায়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের অনান্য জেলায় দেখা গেলেও মালদা জেলাতে এই রোগ প্রথম। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যে গ্রামের ২৪ জনের শরীরে এই রোগ দেখা দিয়েছে।
দিকে দিকে নারী নির্যাতন। তারাপীঠে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ নাবালক। তুফানগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত শিক্ষক। নরেন্দ্রপুরেও নির্যাতন।
বৃহস্পতি ও শুক্রবার ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড।দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স। আজ রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের সমস্ত গেট। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/d2e81b278daa26a7c3f550a7daa0163b1739707801352894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Arms Recovery: কার্তুজ-কাণ্ডে ধৃত নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত, কী বললেন অভিযুক্তর স্ত্রী ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/305cfaafb67c748d3c56acf4b55e17e41739705934458894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)